সেবা পাওয়ার কাগজ পত্র প্রথমে বিভিন্ন শাখায় জমা হয় । জমার পর কর্তকর্তার দৃষ্টি গোচরে আনা হয় । কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মচারীকে প্রেরণ করেন । কর্মচারী উক্ত কাজ সম্পন্ন করে পুন: কর্মকর্তার নিকট স্বাক্ষরের জন্য দাখিল করেন । স্বাক্ষরের পর ডেসপ্যাচ শাখার মাধ্যমে উর্দ্ধতন কর্মকর্তা/ প্রতিষ্ঠান প্রধানকে প্রদান করা হয় । জেলা শিক্ষা অফিসের রিসিভ শাখা - সংশ্লিষ্ট কর্মচারী - সহকারী জেলা শিক্ষা অফিসার - অফিস প্রধান
বিনামূল্যের পাঠ্যবই- বছরের ১ম দিন সরাসরি সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট থেকে পাওয়া যাবে।
উপবৃত্তি- তালিকা প্রনয়ন, তালিকা যাচাই-বাছাই, চুড়ামত্ম অনুমোদন, কার্ড ইস্যু, সরাসরি ব্যাংক থেকে টাকা উত্তোলন করা যায়।
শিক্ষকদের ছুটি, বদলী, টাইম স্কেল, দক্ষতাসীমা অতিক্রম, পিআরএল, পেনশন, পদোন্নতিঃ- যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন, আবেদন গ্রহণ, সংশ্লিষ্ট ডেস্ক কর্মচারী ফাইলে উপস্থাপন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক অনুমোদন। উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের প্রয়োজন হলে প্রেরণ করবেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS